ভিসা আবেদন এবং কনস্যুলার (নোটারিয়াল) পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি
বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদনকারী এবং কনস্যুলার পরিষেবা গ্রহণকারী সবাইকে জানানো যাচ্ছে যে, ১লা ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ভিসা এবং কনস্যুলার (নোটারিয়াল) আবেদনের জন্য
বর্তমান অনলাইন রিজার্ভেশন সিস্টেম পরিবর্তে সরাসরি/ব্যক্তিগতভাবে উপস্হিত হয়ে রিজার্ভেশন/এ্যপয়েন্টমেন্ট নিতে হবে।
যারা দূতাবাসে এসে ভিসা অথবা কনস্যুলার (নোটারিয়াল) আবেদনপত্র জমা দিতে ইচ্ছূক তাদেরকে নিচে উল্লেখিত সময়সূঢী অনুসরণ করতে হবে।
১. সরাসরি/ব্যক্তিগতভাবে উপস্হিত হয়ে রিজার্ভেশন/পয়েন্টমেন্ট টিকেট সঙগ্রহ( রবিবার --- বৃহস্পতিবার)
** ভিসা আবেদন: সকাল ৯.০০ থেকে দুপুর ১২.০০
** কনস্যুলার এটাসস্ট্যাশন: ১:৩০ থেকে বিকেল ৪.০০
বিশেষ দ্রষ্টব্য: রিজার্ভেশন/পয়েন্টমেন্ট টিকেট বিতরনের সময়সীমা আবেদনকারীর সঙখ্যার উপর নির্ভর করবে।
২. আবেদন পত্রের টিকেট সঙগ্রহের জন্য অপেক্কা:
# উপরে উল্লেখিত সময়ে নির্দিষ্ট সিরিয়াল নাম্বারযুক্ত টিকেট বিতরণ করা হবে।
তাই অনেক আগে এসে অপেক্কা করার কারণে কাউকে কোন বিশেষ সুযোগ দেয়া হবে না।
# অহেতুক দীর্ঘ্য সময় আগে এসে দ্রুত টিকেট সঙগ্রহ এবং জমা দেয়ার জন্য পীড়াপীড়ি করলে আপনাকে রিজার্ভেশন টিকেট দেয়া নাও হতে পারে। অতএব সবাইকে নোটিশে উল্লেখিত সময়ে উপস্হিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
# রিজার্ভেশন টিকেট বিতরনের সময় প্রকৃত আবেদনকারির আইডেন্টিফিকেশন ডকুমন্ট(পাসপোর্ট/NID) ফটোকপিসহ যাচাই করা হবে।
৩. বিশেষ প্রয়োজনে জরুরী সেবা;
নিম্নে উল্লেখিত পরিস্হিতিতে ভিসা আবেদনপত্র জমা দেয়ার জন্য রিজার্ভেশন টিকেট নিতে হবে না,
* আবেদনকারীর সাথে ৫ বছরের কম বয়সী সন্তান থাকলে;
* আবেদনকারী কূটনৈতিক/অফিশিয়াল পাসপোর্টধারি হলে অথবা পূর্বে মাল্টিপল/
ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কোরিয়া ভ্রমণ করে থাকলে। তবে পূর্বে মাল্টিপল/
ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কোরিয়া ভ্রমণকারির সাথে অন্য কেউ (বন্ধু/
পরিবার) আবেদনপত্র জমা দিতে চাইলে তাদেরকে অবশ্যই রিজার্ভেশন করে আসতে হবে।
৫. ভিসা এবং কনস্যুলার সেবা সম্পর্কিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন।
- Email: consuldhaka@mofa.go.kr (Consular Affairs)
- ফোন নম্বর : ৮৮০-৫৮৮১-৫০২৬৫, ৮৮১-২০৪১; ৪৮৮১-১২৫৮
দূতাবাসে সরাসরি/ব্যক্তিগতভাবে উপস্হিত হয়ে রিজার্ভেশন টিকেট সঙগ্রহের কাজে আপনার সহযোগীতা একান্ত কাম্য। যে কোন তথ্যের জন্য দূতাবাসের সাথে যোগাযোগ করতে সকলকে অনুরোধ করা যাচ্ছে।
সবাইকে ধন্যবাদ।